Apan Desh | আপন দেশ

সীমান্তে পিঠ দেখাবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫০, ৭ সেপ্টেম্বর ২০২৪

সীমান্তে পিঠ দেখাবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির প্রতি আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্তে পিঠ দেখাবেন না। ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিজিবির সদর দফতরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা এ নির্দেশনা দেন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.)  মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতিকে কোনও অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে।

এসময় বিজিবিকে আইন অনুযায়ী কাজ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী-সহ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়