Apan Desh | আপন দেশ

শেখ হাসিনাসহ ২১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৪

শেখ হাসিনাসহ ২১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ছাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যায় উসকানিদাতা হিসেবে শেখ হাসিনাসহ ২১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন আব্দুল রাজ্জাক।

মামলায় মন্ত্রীদের মধ্যে- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

অভিযুক্ত সাংবাদিকরা হলেন- বাংলা টিভির নজরুল কবির, নিউজ-২৪-এর রাহুল রাহা, ডিবিসির মঞ্জুরুল ইসলাম, কালেরকণ্ঠের হায়দার আলী, দৈনিক কাল বেলার আজমল হক ফরাজী, বাসস এর স্বপন বসু, ভোরের কাগজের ইখতিয়ার উদ্দিন, যায়যায় দিনের অরুন কুমার দে, বাংলা ইনসাইডারের সৈয়দ বোরহান কবির, ডিইউজের নেতা খায়রুল আলম, ইউএনবির করিম ওয়াহিদ, নিউজ-২৪-এর আশিকুর রহমান শ্রাবণ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, ডিইউজের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম, কালেরকণ্ঠের সামনুনুল আলম তুষার, নিউজ-২৪-এর  জয়দেব দাস, সমকালের ব্যবস্থাপনা সম্পাদক শরিফুল ইসলাম,  ডিবিসির জায়েদুল আহসান পিন্টু, মুখপাত্রের সম্পাদক শেখ মুহম্মদ জামাল হোসাইন প্রমুখ।

আপন দেশ/এবি/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়