Apan Desh | আপন দেশ

আশুলিয়ায় শ্রমিক-স্থানীয়দের সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ৫ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:১২, ৫ সেপ্টেম্বর ২০২৪

আশুলিয়ায় শ্রমিক-স্থানীয়দের সংঘর্ষ, আহত ৩০

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় শ্রমিক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার স্থানীয় ৫০ থেকে ৬০ জনের একটি গ্রুপ লাঠিসোঁটা হাতে অবস্থান নেয়। পরে শ্রমিকরা বেরিয়ে এলে গ্রুপটি আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা চালায়। ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন শ্রমিক আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

তবে নরসিংহপুর এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, সকালে শ্রমিকদের সাথে সংঘর্ষ হওয়া গ্রুপটিতে যারা ছিলেন তারা স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়