Apan Desh | আপন দেশ

নিরাপত্তা নিশ্চিতে সব পোশাক কারখানা খুলছে কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২০:৩১, ৪ সেপ্টেম্বর ২০২৪

নিরাপত্তা নিশ্চিতে সব পোশাক কারখানা খুলছে কাল

ফাইল ছবি

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিতে দেশের সব পোশাক কারখানা খোলার ঘোষণা দিয়েছেন মালিকরা। 

বুধবার (৪ সেপ্টেম্বর) এ কথা জানান রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

বিজিএমইএ সভাপতি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিতে আগামীকাল পোশাক কারখানা খোলা হবে। বুধবার নিরাপত্তা শঙ্কা ১৬৭টি কারখানা বন্ধ ছিল।

আন্দোলনে বহিরাগতরা ইন্ধন দিচ্ছে জানিয়ে রফিকুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ সমস্যা খুবই কম। বহিরাগত কারা হামলা চালাচ্ছে তাদের চেনে না বিজিএমইএ। এদের খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। 

বিজিএমইএ সভাপতি বলেন, এখন সেনাবাহিনী, শিল্প পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যরা কঠোর অবস্থানে থাকবেন। তারা নিরাপত্তা নিশ্চিত করবেন। তাই কাল থেকে পোশাক কারখানা খোলা থাকবে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়