Apan Desh | আপন দেশ

তিন রাষ্ট্রদূতসহ ২৪ কর্মকর্তার নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫২, ৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২১:০১, ৩ সেপ্টেম্বর ২০২৪

তিন রাষ্ট্রদূতসহ ২৪ কর্মকর্তার নিয়োগ বাতিল

ফাইল ছবি

দেশের গুরুত্বপূর্ণ একাধিক প্রতিষ্ঠান, সংস্থা ও তিন দেশের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তার সংখ্যা ২৪ জন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

প্রজ্ঞাপন অনুযায়ী জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, ইরাকের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদসহ ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুসারে নিম্নবর্ণিত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ।

চুক্তি বাতিল হওয়া অন্য কর্মকর্তারা হলেন- শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজির প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম; রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কমিশনার (প্রকৌশলী) শেখ রিয়াজ আহমেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কমিশনার (ব্যবস্থাপনা ও প্রশাসন) দেলোয়ার হোসাইন; বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারোয়ার জাহান; ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক আফতাব উদ্দিন তালুকদার; এক্সপোর্ট কম্পেটিটিভেন্স ফর জব (ইসি4) প্রকল্পের প্রকল্প পরিচালক মনছুরুল আলম; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জুবাইদা নাসরীন। 

এছাড়া বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান; বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) জি এস এম জাফরুল্লাহ; জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সারওয়ার মাহমুদ; প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস; জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী; জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য (সার্বক্ষণিক) সত্যেন্দ্র কুমার সরকার; বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার; মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক কফিল উদ্দিন; এস্টাবলিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের প্রকল্প পরিচালক জহুরুল হক; কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ ও বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) মহাপরিচালক বোরহানুল হক।  

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়