Apan Desh | আপন দেশ

জুলাই হত্যাকাণ্ড তদন্তে ঢাকায় জাতিসংঘের দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৯, ২২ আগস্ট ২০২৪

আপডেট: ১৩:১৫, ২২ আগস্ট ২০২৪

জুলাই হত্যাকাণ্ড তদন্তে ঢাকায় জাতিসংঘের দল

প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকারের নৃশংসতা ঘটনাগুলো তদন্ত করতে জাতিসংঘের ৩ সদস্যের টিম ঢাকা পৌঁছেছে। বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে ঢাকায় পৌঁছায় দলটি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, এটি জাতিসংঘের প্রাথমিক তদন্ত টিম। তারা তথ্যানুসন্ধান করবে। এ টিম ফিরে যাওয়ার পর আরেকটি টিম আসবে। যারা ঘটনাগুলো বিস্তারিত তদন্ত করবে। ২৮ আগস্ট পর্যন্ত তারা বাংলাদেশে থাকছেন। প্রাথমিক তদন্ত টিম মূলত, কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যাকাণ্ড তদন্তের বিষয়ে গত ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের ফোনে কথা হয়। ওই সময় তাদের মধ্যে এ তদন্তের বিষয়টি চূড়ান্ত হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়