Apan Desh | আপন দেশ

কূটনীতিকদের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ১৮ আগস্ট ২০২৪

কূটনীতিকদের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইক‌মিশনারসহ জা‌তিসংঘের বি‌ভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। 

রোববার (১৮ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। ধারণা করা হচ্ছে, তিনি বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থাসহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরবেন।

শনিবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৫ আগষ্ট ছাত্র-জনতার অভুত্থানের পর পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর গত ৮ আগস্ট নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকার গঠন করা হয়। তাতে উপদেষ্টা রয়েছে ২১জন।

আপন দেশ/ এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়