Apan Desh | আপন দেশ

সবকিছু নতুন সিস্টেমে সাজাতে হবে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৯, ১৭ আগস্ট ২০২৪

আপডেট: ১৪:২৮, ১৭ আগস্ট ২০২৪

সবকিছু নতুন সিস্টেমে সাজাতে হবে: ড. ইউনূস

ফাইল ছবি

সব মানুষ সৃজনশীল প্রাণী হিসাবে জন্মগ্রহণ করে। তারা প্রাকৃতিক উদ্যোক্তা। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আর্থিক ব্যবস্থা শুধু চাকরিপ্রার্থী তৈরি এবং তাদের জন্য চাকরি দেয়ার জন্য তৈরি করা হয়েছে। সবকিছু নতুন সিস্টেমে সাজাতে হবে। শনিবার (১৭ আগস্ট) তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেছেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় মাতৃভাষার জন্য ছাত্ররা প্রাণ দিয়েছিল। সাত দশক পরে ছাত্রদের নেতৃত্বের দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র, মানবাধিকার ও সমতার জন্য বিশ্বের যুবকদের অনুপ্রাণিত করেছে।

ঢাকা বিশ্বের গ্রাফিতি রাজধানীতে পরিণত হয়েছে উল্লেখ করে তরুণ প্রজন্মের এ নব উদ্যম নিজ চোখে দেখতে কনফারেন্সে অংশগ্রহণকারী সরকারপ্রধানদের বাংলাদেশে আসার আহ্বানও জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়