Apan Desh | আপন দেশ

ফেসবুকে পন্যের মূল্য তালিকা ভুয়া: ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৪, ১০ আগস্ট ২০২৪

ফেসবুকে পন্যের মূল্য তালিকা ভুয়া: ভোক্তা অধিকার

ফাইল ছবি

ফেসবুকসহ বি‌ভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিত্যপণ্যের দা‌ম নির্ধারণ করে দেয়া তা‌লিকা ভুয়া। এটি সরকা‌রের নয় ব‌লে জা‌নি‌য়ে‌ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শ‌নিবার (১০ আগস্ট) অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

মহাপরিচালক জানান, সম্প্রতি সোশ্যাল মিডিযায় সরকার কর্তৃক বিভিন্ন নিত্যপণ্যের একটি বাজার মূল্য তালিকা প্রচার করা হচ্ছে। যা অধিদফতরের দৃষ্টিগোচর হয়েছে। সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি।

অধিদফতরের পক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়েছে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়