Apan Desh | আপন দেশ

অন্তর্বতী সরকার গঠন করা হবে, প্রতিটি হত্যার বিচার হবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ৫ আগস্ট ২০২৪

অন্তর্বতী সরকার গঠন করা হবে, প্রতিটি হত্যার বিচার হবে: সেনাপ্রধান

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে।

সোমবার বিকেল পৌনে চারটার দিকে সেনা সদরদফতরে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে।

দেশবাসীকে সংঘাতের পথে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনা হবে। আমি সব দায়িত্ব নিচ্ছি। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব।

সেনাপ্রধান জানান, দেশে এখন আর কোনো কারফিউ নেই। কোনো জরুরি অবস্থা নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সেনাবাহিনীসহ সব বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে কেউ যেন গুলি না করে। বলেন, সেনাবাহিনী কোনো গুলি করেনি। পুলিশসহ সবাইকে নির্দেশ দেয়া হয়েছে কেউ যেন গুলি না করে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়