Apan Desh | আপন দেশ

২৮ জুলাই থেকে পুরোদমে অফিস চলতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ২৫ জুলাই ২০২৪

২৮ জুলাই থেকে পুরোদমে অফিস চলতে পারে

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় স্থবির হয়ে পড়ে দেশ। এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় কারফিউ শিথিল করে চলছে সরকারি-বেসরকারি অফিস। তবে রোববার (২৮ জুলাই) থেকে পুরোদমে শুরু হতে পারে সব অফিস এবং কারফিউ শুধু রাতে থাকতে পারে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের অবস্থা স্বাভাবিক হওয়ায় কর্মকর্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রোববার পরিস্থিতির আরও উন্নতি হবে। এ কারণে পুরোদমে অফিস চালু করতে সমস্যা নেই।

এ বিষয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, রোববার থেকে কীভাবে অফিস চলবে, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এ সিদ্ধান্ত আরও পরে জানা যাবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ থেকে ২১ জুলাই দেশ উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশসহ প্রায় দুই শতাধিক নিহতের খবর পাওয়া গেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়