Apan Desh | আপন দেশ

উত্তরা-আজমপুরে সংঘর্ষে নিহত ৪, গুলিবিদ্ধ দুই শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১২, ১৮ জুলাই ২০২৪

আপডেট: ১৭:১৬, ১৮ জুলাই ২০২৪

উত্তরা-আজমপুরে সংঘর্ষে নিহত ৪, গুলিবিদ্ধ দুই শতাধিক

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে সারাদেশে কমপ্লিট শাটডাউন পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে উত্তরা-আজমপুর এলাকায় সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে শিক্ষার্থী-পথচারীসহ চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ কুয়েতমৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। একইসঙ্গে হাসপাতালটিতে আহত হয়ে আরও দুই শতাধিক ব্যক্তি চিকিৎসা নিচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহত হয়ে প্রায় দুই শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশও রয়েছেন।

এদিকে উত্তরা-আজমপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, সংঘর্ষে ২০০ জনের বেশি গুলিবিদ্ধ হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে যারা গুরুতর, তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়