Apan Desh | আপন দেশ

কোটা সংস্কারে একমত পোষণ করছি: প্রধানমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ১৮ জুলাই ২০২৪

আপডেট: ১৫:২৭, ১৮ জুলাই ২০২৪

কোটা সংস্কারে একমত পোষণ করছি: প্রধানমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী

আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কারের বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করছি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলাটি সর্বোচ্চ আদালতে আছে, এইটার শুনানি হবে তখন সরকার পক্ষ কোটার পক্ষে প্রস্তাব দিবে। এ কারণে আপনারা বলতে পারেন আমরা কোটা সংস্কারের পক্ষে। 

আইনমন্ত্রী আজ বেলা দুইটার দিকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন, তখন এ আলোচনা হবে। 

তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দিয়েছেন।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়