Apan Desh | আপন দেশ

কমপ্লিট শাটডাউনে সংঘর্ষে অচল ঢাকা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩, ১৮ জুলাই ২০২৪

আপডেট: ১৫:৪৪, ১৮ জুলাই ২০২৪

কমপ্লিট শাটডাউনে সংঘর্ষে অচল ঢাকা 

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে সারাদেশে কমপ্লিট শাটডাউন পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুরো ঢাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হচ্ছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন- হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া এ কর্মসূচি চলাকালে সব কিছু বন্ধ থাকবে।

বেলা ১টার দিকে মিরপুর ১০, বাড্ডা এবং আইডিয়াল কলেজের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হয়। 

এদিকে যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।  

রাজধানীর বিভিন্ন স্থানে বাসের স্টাফ ও কর্মচারীরা জানান, মালিকরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া টার্মিনালে যাত্রীর সংখ্যা খুব কম থাকায় বাস কোথাও ছেড়ে যায়নি। স্টাফরা জানান, সকাল থেকে একজন যাত্রীও টিকিট কিনতে আসেননি। 

তবে সকালে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে কয়েকটি বাস ঢাকার আশেপাশে ছেড়ে গেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়