Apan Desh | আপন দেশ

রাজধানীতে শ্রমজীবী মানুষের ‘ভুখা’ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪, ১৩ জুলাই ২০২৪

রাজধানীতে শ্রমজীবী মানুষের ‘ভুখা’ মিছিল

ছবি : আপন দেশ

আকাশছোঁয়া দ্রব্যমূল্য কমানোর দাবিতে রাজধানীতে ‘ভুখা’ মিছিল করেছে শ্রমজীবী মানুষ।  শনিবার (১৩জুলাই) বিকালে এ মিছিল হয়।
  
বিক্ষোভ মিছিলটি রাজধানীর আরামবাগ থেকে শুরু হয়। দৈনিক বাংলা বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে শেষ হয়। 

এ সময় তারা দ্রব্যমূল্য কমানোর দাবিতে নানা স্লোগান দেয়। 

বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। আমরা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে দ্রব্যমূল্য কমাতে হবে। দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দূর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

আপন দেশ/কেএইচ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়