Apan Desh | আপন দেশ

পিএসসি চেয়ারম্যান

‘প্রশ্নফাঁসে আমার সংশ্লিষ্টতা থাকলে পদত্যাগ করব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩, ৯ জুলাই ২০২৪

আপডেট: ১৫:২৮, ৯ জুলাই ২০২৪

‘প্রশ্নফাঁসে আমার সংশ্লিষ্টতা থাকলে পদত্যাগ করব’

ফাইল ছবি

প্রশ্নফাঁস হয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে। তবে প্রশ্নফাঁসে নিজের সংশ্লিষ্টতা থাকলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন মো. সোহরাব হোসাইন। তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পিএসসিতে প্রশ্নফাঁস ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। 

পিএসসি চেয়ারম্যান বলেন, যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে হলে প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁস করার সুযোগ খুব কম। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের আসামি করে পল্টন থানার মামলা দায়ের হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়