Apan Desh | আপন দেশ

সারাদেশে সঙ্গে রেলপথ যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৬, ৮ জুলাই ২০২৪

সারাদেশে সঙ্গে রেলপথ যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

রেলপথ অবরোধ করেছেন কোটা বিরোধীরা। সন্ধ্যা সাড়ে ৬টায় তারা কাওরান বাজার এফডিসি গেইটে অবস্থান নেন। রেললাইনে কাঠের বড় টুকরো ফেলে অবোরধ করেন। 

এসময় তাদেরকে কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের অবস্থানের কারণে সারাদেশের সঙ্গে কমলাপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যগামী যাত্রীরা।

রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা খায়রুল কবির বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ট্রেন চলাচল করবে। এদিকে বিকেল সাড়ে ৬টা নাগাদ শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক দখলে নেন অবরোধকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা উল্লিখিত এলাকায় অবস্থান করছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়