Apan Desh | আপন দেশ

ফের ব্লকেড কর্মসূচি দাবি এক দফা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ৭ জুলাই ২০২৪

আপডেট: ২১:০৪, ৭ জুলাই ২০২৪

ফের ব্লকেড কর্মসূচি দাবি এক দফা

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের নাম এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের মঞ্চ এটি। দাবি ছিল চার দফা। এখন তা একদফায় রূপ দিয়েছে। আন্দোলনকারিরা ফের সারাদেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন।

রোববার (৭ জুলাই) রাত ৮টায় শাহবাগে অবরোধ শেষ হয়। নতুন এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। 

আরও পড়ুন<<>>রাজধানীর আরও সাত স্থানে ‘বাংলা ব্লকেড’ ঘোষণা

তিনি বলেন, সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ব্লকেড আন্দোলন শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হবে মূল ব্লকেড। তাছাড়া একই সময়ে সারাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এ ব্লকেড কর্মসূচি শুরু হবে। 

শিক্ষার্থীদের বর্তমান এক দফা দাবি হলো- বৈষম্যমূলক কোটা বাতিল করে সংসদে আইন পাস করতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়