Apan Desh | আপন দেশ

‘চতুর্থ ধাপে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৫, ৫ জুন ২০২৪

আপডেট: ১৮:২০, ৫ জুন ২০২৪

‘চতুর্থ ধাপে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ’

ছবি: সংগৃহীত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এ ধাপে ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৫ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সিইসি বলেন, উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ২৬ জেলার ৬০ উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটার ছিল প্রায় পৌনে দু’কোটি।

তিনি বলেন, ভোট নিয়ে কমিশন সন্তুষ্ট। কারণ এবারের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। বড় ধরনের কোনও সহিংসতা নেই। কিছু ইন্সিডেন্ট হয়েছে। এজন্য ২৮ জনকে গ্রেফতার করেছি, ৯ জনকে বিভিন্ন অপরাধে দণ্ড দেয়া হয়েছে।

উপজেলায় নির্বাচন আয়োজনে এবার চার ধাপে ভোটগ্রহণের জন্য তফসিল দেয় ইসি। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় আগামী ৯ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চতুর্থ ধাপের ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়