Apan Desh | আপন দেশ

সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে এনপিপির শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০২৪

সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে এনপিপির শোক

ফাইল ছবি

বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের (বিএফ ইউজ) সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক জানিয়েছেন এনপিপি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এক শোকবার্তয় এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা গভীর শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, মরহুম রুহুল আমীন গাজী ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্ভীক কলম সৈনিক। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্বে দিয়ে অগ্রণী ভুমিকা পালন করেছেন। আমরা একজন আপাদমস্তক দেশপ্রেমিক সাংবাদিকে হারালাম।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রুহুল আমিন গাজী সাংবাদিকদের র্শীষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) চতুর্থবারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিএফইউজের মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক সমাজের দাবি আদায়ে এ বলিষ্ট কণ্ঠস্বর ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি দৈনিক সংগ্রাম-এর চীফ রিপোর্টার ছিলেন।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়