Apan Desh | আপন দেশ

সাংবাদিক হতাহতের প্রতিবাদে বিএফইউজে-ডিইউজের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৯, ২৪ জুলাই ২০২৪

সাংবাদিক হতাহতের প্রতিবাদে বিএফইউজে-ডিইউজের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (২৪ জুলাই) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির নেতারা বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে দায়িত্ব পালন কালে ৪ সাংবাদিক নিহত হয়েছেন। কয়েকশ সাংবাদিক আহত। যারা নিহত হয়েছেন, তাদের মৃত্যু আইন শৃঙ্খলারক্ষাকারীবাহিনীর গুলিতে হয়েছে। গুলিতে অনেকের শরীর ক্ষত-বিক্ষত হয়েছে। আমরা যদি এর প্রতিবাদ না করি, তাহলে আগামীতে এদেশে সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়বে। আমরা সাংবাদিকদের ওপর এ হামলার প্রতিবাদ জানাই।

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম,সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়