Apan Desh | আপন দেশ

সাংবাদিক রাশীদ উন নবী বাবুর আজ মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৬, ৮ জুলাই ২০২৪

আপডেট: ১৭:৫৭, ৮ জুলাই ২০২৪

সাংবাদিক রাশীদ উন নবী বাবুর আজ মৃত্যুবার্ষিকী

ফাইল ছবি

জ্যেষ্ঠ সাংবাদিক একেএম রাশীদ উন নবী বাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বর্ষীয়ান এ সাংবাদিক ক্যানসারে আক্রান্ত ছিলেন।

রাশীদ উন নবী বাবু ১৯৫৬ সালের ১২ মার্চ বগুড়ায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে জাসদের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তী সময়ে রাজনীতি ছেড়ে পেশাদার সাংবাদিকতায় সম্পৃক্ত হন। ৪৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় গুরুত্বপূর্ণ সব দায়িত্বে ছিলেন। দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন তিনি। 

সর্বশেষ প্রকাশিতব্য দৈনিক আমার দিন পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে একমাত্র মেয়ে ফারাহ আনিকা অনন্যা বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়