Apan Desh | আপন দেশ
রমজানের সময় সূচি
সময় ঘন্টা মিনিট সেকেন্ড

ঢাকা, ০৬ অক্টোবর ২০২৪

shwapno
Header Advertisement
Shopno
বৃষ্টি উপেক্ষা করেই কাজে ফিরেছেন শ্রমিকরা

বৃষ্টি উপেক্ষা করেই কাজে ফিরেছেন শ্রমিকরা

অস্থিরতা কাটিয়ে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল উৎপাদনে ফিরেছে। বৃষ্টি উপেক্ষা করেই কারখানাগুলোয় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সারোয়ার আলম জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ পুরোদমে উৎপাদন চলছে। তবে গত কয়েকদিনের মতো আজও শিল্পাঞ্চলের ১৮৬৩টি শিল্প কারখানার মধ্যে ১৫টি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। তবে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ জানায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বকেয়া পাওনার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। পরে বুধবার প্রশাসনের আশ্বাসে প্রায় ৫২ ঘণ্টা পর আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এরপর বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির জয়

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির জয়

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা খেলোয়ার লিওনেল মেসি দিন কয়েক আগেই সাপোর্টার্স শিল্ডের শিরোপা জিতিয়েছেন। তার জাদু দেখতেই মাঠে হাজির হয় দর্শক-সমর্থকরা। কিন্তু ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো কিনা সে লিওনেল মেসিকেই বেঞ্চে বসিয়ে রেখে একাদশ সাজালেন। দলও গোলের দেখা পাচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য যোগ করা সময়ের গোলে জয় পেয়েছে হেরনরা। শনিবার (৫ অক্টোবর) এমএলএসের খেলায় টরেন্টোকে অন্তিম সময়ের গোলে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের যোগ করা সময়ে লিওনার্দো কাম্পানা একমাত্র গোলটি করেন। শেষ পর্যন্ত এ গোলেই জয় পায় মায়ামি। এ জয়ে দুই কনফারেন্স মিলিয়েই শীর্ষে আছে ইন্টার মায়ামি। ৩৩ ম্যাচে ২১ জয় এবং ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট তাদের। ইস্টার্ন কনফারেন্সে ৩২ ম্যায়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বাস ক্রু। অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সে ৩২ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে এলএ গ্যালাক্সি। ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে লস অ্যাঞ্জেলেস এফসি।

Vista
Header Advertisement
Header Advertisement
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭

শেরপুরে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদীর পানি। এতে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা সদরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলের অন্তত দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। নালিতাবাড়িতে সড়ক ভেঙে ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলার আরও ৬টি ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ঝিনাইগাতী উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যার কারণে অনেকের বাড়ি-ঘর পানিবন্দি হয়েছে। এখন পর্যন্ত শেরপুরের ৫টি উপজেলার ২৮টি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। আর পানিবন্দি হয়ে পড়েছেন দেড় লাখেরও বেশি মানুষ। ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী উপজেলার সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থী হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

শিক্ষার্থী হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে তিনটি হত্যা মামলার আসামি যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আবু মুছা ওরফে কিলার মুছা (৪২) জেলার পৌর যুবলীগের সদস্য। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট প্রকাশ্যে গুলি করে ছাত্র-জনতা হত্যার ৩টি মামলার আসামি আবু মুছা ওরফে কিলার মুছা। তিনি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর প্রধান সন্ত্রাসীও। শনিবার সন্ধ্যায় র‌্যাব-১২ ও ১৫ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

এক ঘণ্টার হাটে দুধ বিক্রি হয় ৮০০ লিটার

এক ঘণ্টার হাটে দুধ বিক্রি হয় ৮০০ লিটার

মানিকগঞ্জের সাটুরিয়ার ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে দেশীয় প্রজাতির গাভির দুধ বিক্রি করতে সমেবেত হন ১০ গ্রামের মানুষ। এতে দুধ বিক্রেতা আর ক্রেতাদের ভিড়ে মিলনমেলায় পরিণত হয় স্থানটি। প্রতিদিন দুধ বিক্রি করে পয়সা নিয়ে ফিরে যান বাড়িতে। কারো হাতে কলস, কারো হাতে জগ, কেউ আবার মাথায় নিয়েছেন পাতিল। প্রতিদিন সকাল হলেই এমন দৃশ্য দেখা যায় সাটুরিয়া উপজেলার রাজৈরের খেয়াঘাটে। নদী পাড়ি দিয়ে যুবক, বৃদ্ধ ও নারীরা এসে হাজির হন গোপালপুর বাজারে। সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন এভাবে দল বেঁধে বিক্রি করতে আসেন তাদের গরুর দুধ।

Header Advertisement
Header Advertisement