Apan Desh | আপন দেশ
৩ হত্যা মামলায় গ্রেফতার আনিসুল-পলক

৩ হত্যা মামলায় গ্রেফতার আনিসুল-পলক

রাজধানীতে পৃথক তিন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী আদালত এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন সকাল ৮ টার পর তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্তিতিতে গ্রেফতার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে আদালত এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।

রমজানের সময় সূচি
সময় ঘন্টা মিনিট সেকেন্ড

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৪

shwapno
Header Advertisement
Shopno
বড় জয়ে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

বড় জয়ে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

ফিফা ফুটসাল বিশ্বকাপ আসরে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। এবারের আসরে এটি তাদের প্রথম ম্যাচ ছিল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ইউক্রেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। শনিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইউক্রেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। পেট্রো শোতুরমার গোলে ১৮ মিনিটেই লিড পেয়ে যায় আর্জেন্টিনা। তবে সেখান থেকেই যেন ম্যাচে ফেরার প্রেরণা পায় আলবিসেলেস্তেরা। কেভিন আরিয়েত্তা এই দলে যুক্ত হয়েছিলেন আরেকজনের ইনজুরির সুবাদে। তিনিই ম্যাচে পেয়েছেন জোড়া গোল। ক্রিশ্চিয়ান বোরুতোও করেছেন জোড়া গোল। বাকি তিন গোল আসে অ্যালান ব্রান্ডি, মাতিয়াস রোসা এবং লুকাস বোলি অ্যালেমিনোর পা থেকে। গ্রুপ ‘সি’ তে আর্জেন্টিনার পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ১৮ তারিখ হবে সেই ম্যাচ। আর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা। ২১ তারিখ হবে সেই ম্যাচ। 

Vista
Header Advertisement
Header Advertisement
Header Advertisement
Header Advertisement