Apan Desh | আপন দেশ
রমজানের সময় সূচি
সময় ঘন্টা মিনিট সেকেন্ড

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৪

shwapno
Header Advertisement
Shopno
বাংলাদেশের গার্মেন্টেসে অস্থিরতায় অর্ডার বেড়েছে ভারতের

বাংলাদেশের গার্মেন্টেসে অস্থিরতায় অর্ডার বেড়েছে ভারতের

পোশাক শিল্পই বাংলাদেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে প্রতিষ্ঠিত হয়। দেশের মোট জিডিপির ১০ শতাংশ আসে পোশাক খাত থেকে। এরমধ্যে কেবল গত বছরই ৫৪ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে ঢাকা। বিশ্বে পোশাক রফতানির দিক দিয়ে বাংলাদেশের ওপরে আছে চীন। তবে গত জুলাই ও আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পর বাংলাদেশের পোশাক শিল্পের চাকা থমকে যায়। শেখ হাসিনার পতনের মাধ্যমে আন্দোলন শেষ হয়েছে। তবে এখনও এ খাতে চরম অস্থিরতা বিরাজ করছে। পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার কারণে উৎপাদন কমে গেছে। এছাড়া গ্যাস সংকটের কারণেও কমেছে উৎপাদন।

Vista
Header Advertisement
Header Advertisement
ভারী বৃষ্টি-পাহাড় ধসে ৩ রোহিঙ্গার মৃত্যু

ভারী বৃষ্টি-পাহাড় ধসে ৩ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারে ভারী বর্ষণ ও পাহাড় ধসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার পালংখালি হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উখিয়ার পালংখালি ক্যাম্প ১৪ ই-২ ব্লকের বাসিন্দা আব্দুর রহিম। তার দুই শিশুর সন্তান আব্দুল হাফেজ (১০) ও আব্দুল ওয়াহাদ (৪)। ক্যাম্প মাঝি কবির আহমেদ বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া মুষলধারে সারারাত অব্যাহত ছিল। ভারী বৃষ্টিতে ভোরে পাহাড় ধস হলে পালংখালি ক্যাম্প ১৪ ই-২ ব্লকের বাসিন্দা আব্দুর রহিমের ঘরটি ভেঙে পড়ে। এতে ঘরের সবাই মাটিচাপা পড়ে। এতে আব্দুর রহিম ও তার দুই শিশু মারা যায়। উখিয়া থানারওসি মো. শামীম হোসেন বলেন, ভারী বৃষ্টিতে ক্যাম্প-১৪ তে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে অতিবৃষ্টির কারণে মুভ করা কষ্টকর হচ্ছে।

একদিনে ৪০১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

একদিনে ৪০১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় মোট ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের এ পরিমাণ রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান। আব্দুল হান্নান জানান, মৌসুমি বায়ুর প্রভাবে গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এ বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে। এদিকে অতিবৃষ্টিতে কক্সবাজারের শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। সেই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে জেলার বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

Header Advertisement
Header Advertisement