Apan Desh | আপন দেশ
ইউনূস-মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব

ইউনূস-মোদির বৈঠক আয়োজনে ঢাকার প্রস্তাব

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে বৈঠক আয়োজনে নয়াদিল্লিকে প্রস্তাব দিয়েছে ঢাকা। নিউইয়র্কে ওই বৈঠকের প্রস্তাব করা হলেও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শনিবার (৭ সেপ্টেম্বর) ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় কর্মকর্তারা বলেছেন, চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য ঘিরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

রমজানের সময় সূচি
সময় ঘন্টা মিনিট সেকেন্ড

ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০২৪

shwapno
Header Advertisement
Shopno
কঠোর নিরাপত্তায় পোশাক কারখানা খুলছে আজ

কঠোর নিরাপত্তায় পোশাক কারখানা খুলছে আজ

সরকারের নিরাপত্তার আশ্বাসে সব পোশাক কারখানা খুলছে আজ (৫ সেপ্টেম্বর)। গত কয়েক দিনের মতো বুধবারও পোশাকশিল্প অধ্যুষিত এলাকায় বিক্ষোভ-ভাঙচুর হলে অন্তত ১৬৭ প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর পর সরকারের নিরাপত্তার আশ্বাসে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। রাজধানীর উত্তরায় নিজস্ব ভবনে বৈঠকে বসেন বিজিএমইএ নেতারা। এতে সংগঠনের সাবেক ছয় সভাপতি, সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশ নেন। বৈঠকে যৌথ বাহিনী বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানের আশ্বাস দিলে কারখানা খোলার সিদ্ধান্ত নেন ব্যবসায়ী নেতারা। বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী থেকে আমাদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজনে বিশৃঙ্খলাকারীদের গ্রেফতার করবে তারা। পোশাক মালিকরা আশ্বস্ত হওয়ায় বৃহস্পতিবার থেকে একযোগে সব কারখানা খোলা রাখা হবে।

Vista
Header Advertisement
Header Advertisement
তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ৩

তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুবড়িয়ার পূর্বপাড়া কাতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই গ্রামের মৃত মুকুল মিয়ার ছেলে আসাদুল (২৮ ), বশির উদ্দিন মিয়ার ছেলে তালেব মিয়া (২৬) ও ওয়াহেদ আলীর ছেলে আজমল (৪২)। পুলিশ জানায়, আসাদুল ও তালেবের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তালেব দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে আসাদুল গুরুতর আহত হয় । তাৎক্ষণিক আসাদুলের চাচা আব্দুস সাত্তার (৫৫) বাধা দিলে তাকেও আঘাত করে । আসাদুল এবং আব্দুস সাত্তার মিয়াকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ।

Header Advertisement
Header Advertisement