Apan Desh | আপন দেশ
সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন

সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন

৯ সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করিয়া সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করা হলো।

রমজানের সময় সূচি
সময় ঘন্টা মিনিট সেকেন্ড

ঢাকা, ০৮ অক্টোবর ২০২৪

shwapno
Header Advertisement
Shopno
নয় দাবিতে আকিজ ফুড শ্রমিকদের বিক্ষোভ

নয় দাবিতে আকিজ ফুড শ্রমিকদের বিক্ষোভ

সাভারের ধামরাইয়ে বেতন বৃদ্ধিসহ নয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর আগে সকাল ৬টা থেকে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জগামী লেনে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকরা প্রতিষ্ঠানের কাছে নানা দাবি জানিয়ে আসছিলেন। প্রতিষ্ঠান তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দাবি মেনে নেয়নি। তিন মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনও শ্রমিকরা বর্ধিত বেতন পাননি। এরই জেরে নয় দফা দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন।

ডিম-মুরগির দাম বাড়িয়ে ২৮০ কোটি টাকা লুট

ডিম-মুরগির দাম বাড়িয়ে ২৮০ কোটি টাকা লুট

গত ২০ দিনে অযৌক্তিকভাবে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে অসাধু চক্র ২৮০ কোটি টাকা লুটপাট করেছে। এমন অভিযোগ করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। শনিবার (৫ অক্টোবর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সারাদেশে ডিমের বাজারে অস্থিরতা চলছে। যার প্রেক্ষিতে ডিম-মুরগির দামও নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু কৃষি বিপণন অধিদফতর কোনো প্রান্তিক খামারিকে ডিম-মুরগির দাম নির্ধারণের ওয়ার্কিং গ্রুপ কমিটিতে রাখেনি। তারা শুধু করপোরেট গ্রুপদের পরামর্শে দাম নির্ধারণ করেছে। যার ফলে এ পরিস্থিতি তৈরি হয়েছে। 

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সাস্বপ্ন’ পূরণ

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সাস্বপ্ন’ পূরণ

ফিফা বিশ্বকাপে গত ২২ বছরে কোনো সুবিধা করতে পারছে ব্রাজিল। ২০০২ সালের পর ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যকে ‘মিশন হেক্সা’ আখ্যা দিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে কাতার বিশ্বকাপে। ব্রাজিলের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে ২০২৬ বিশ্বকাপেও হেক্সা মিশনে সফল হতে পারবে না। তবে ‌‘দুধের স্বাদ ঘোলে মেটাতেই পারে ব্রাজিল। এবার ফুটবলেরই অন্য সংস্করণ ফিফা ফুটসাল বিশ্বকাপে ঠিকই ‘হেক্সাস্বপ্ন’ পূরণ করে ফেলেছে ব্রাজিল। সেটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে। অর্থাৎ ফিফা ফুটসালে ষষ্ঠ শিরোপা পেয়ে গেছে ব্রাজিলিয়ানরা। ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ১২ বছর পর ফুটসালে চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। এর আগে সর্বশেষ ২০১২ সালে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছিল সেলেসাওরা। অন্যদিকে টানা দুইবার ফাইনালে উঠে ব্যর্থ হলো আর্জেন্টিনা। গত আসরে আর্জেন্টাইনদের ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল।

ধারে খেলতে আসা পাওলোর বীরত্বে জিরোনার জয়

ধারে খেলতে আসা পাওলোর বীরত্বে জিরোনার জয়

ফুলহ্যাম থেকে ২০২২ সালে জিরোনাতে ধারে খেলতে আসেন পাওলো গাজ্জানিগা। তার পরের মৌসুমেই তাকে কিনে নেয় জিরোনা। তখন থেকে ক্লাবটিতে খেলে যাচ্ছেন এ আর্জেন্টাইন গোলরক্ষক। এবার এক ম্যাচেই তিনটি পেনাল্টি সেভ করে নায়ক বনে গেলেন। গাজ্জানিগার তিন পেনাল্টি সেভের কারণে জয় পেয়েছে তার দল। রোববার (৬ অক্টোবর) লা লিগায় মুখোমুখি হয় জিরোনা ও অ্যাতলেটিক বিলবাও। ম্যাচটি ২-১ গোলে জয় পেয়েছে জিরোনা। এ ম্যাচে তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেন গাজ্জানিগা। ম্যাচের ২৮ মিনিটে প্রথমবার পেনাল্টি পায় বিলবাও। পেনাল্টি নেন অ্যালেক্স বেরেনগুয়ার। সে পেনাল্টি ঠেকিয়ে দেন গাজ্জানিগা। ম্যাচের ৫৩ মিনিটে আবারও পেনাল্টি পায় বিলবাও। সেবার পেনাল্টি নেন স্প্যানিশ তারকা ইনাকি উইলিয়ামস। সে পেনাল্টিও সেভ করেন গাজ্জানিগা। তবে ভিএআরের সাহায্যে রেফারি দেখেন ইনাকি উইলিয়ামস পেনাল্টি নেয়ার আগে নিজের লাইন থেকে এগিয়ে গেছেন গাজ্জানিগা। যার কারণে সেই পেনাল্টি বাতিল করা হয়।

Vista
Header Advertisement
Header Advertisement
Header Advertisement
Header Advertisement