Apan Desh | আপন দেশ

পল্লীকবি জসীম উদ্দীনের অনবদ্য নকশী কাঁথার মাঠ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৪

পল্লীকবি জসীম উদ্দীনের অনবদ্য নকশী কাঁথার মাঠ

ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের ইতিহাসে নকশী কাঁথার মাঠ এক অনবদ্য আখ্যানকাব্য হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯২৯ সালে প্রকাশিত এ অসাধারণ সাহিত্যকর্মটি রচনা করেছেন বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্দীন। কবির অনন্যসাধারণ লেখনশৈলী এবং গ্রামীণ জীবন, সংস্কৃতি ও প্রেমের নিখুঁত উপস্থাপনায় এটি বাংলা সাহিত্যের একটি মাইলফলক হিসেবে চিহ্নিত।

আখ্যানকাব্যের পটভূমি ও সংক্ষিপ্ত বিবরণ
নকশী কাঁথার মাঠ কাব্যটি মূলত বাংলাদেশের পল্লীজীবনের কাহিনীকে কেন্দ্র করে রচিত। এর মূল চরিত্র সাজু এবং রূপবানের প্রেম কাহিনী। তাদের জীবনসংগ্রাম এবং সামাজিক বাধা-বিপত্তির প্রতিফলন অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে ফুটে উঠেছে এ কাব্যে। সাজুর মৃত্যু এবং রূপবান তার স্মৃতিকে ধরে রাখতে নকশী কাঁথার সেলাইয়ে মগ্ন থাকে- এ ব্যথাতুর কাহিনিই আখ্যানকাব্যের কেন্দ্রবিন্দু। পুরো কাহিনীতে গ্রামীণ সমাজের সরল জীবনযাপন, প্রেমের ব্যর্থতা ও করুণ দিকগুলো তুলে ধরা হয়েছে অত্যন্ত আবেগপ্রবণ ভাষায়।

কাব্যটির প্রতিফলিত সামাজিক বাস্তবতা
নকশী কাঁথার মাঠ কেবল প্রেম বা কষ্টের কাহিনী নয়, এটি একটি সামাজিক দলিলও বটে। এতে গ্রামীণ জীবনের নানা দিক, কৃষকদের জীবনযাপন, তাদের সুখ-দুঃখ এবং বাংলার শস্যক্ষেত্রের প্রাণবন্ত চিত্রায়ণ তুলে ধরা হয়েছে। পল্লীকবি জসীম উদ্দীন কাব্যটিতে বাঙালি কৃষক সমাজের সংস্কৃতি, তাদের আনন্দ-বেদনা, আশা-নিরাশা এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা পাঠকদের হৃদয়ে গভীরভাবে অনুরণিত হয়।

বাংলা সাহিত্যে কাব্যটির গুরুত্ব
নকশী কাঁথার মাঠ বাংলা সাহিত্যের আখ্যানকাব্যগুলোর মধ্যে অন্যতম। এটি শুধু বাংলাদেশের সাহিত্যপ্রেমীদের কাছেই প্রিয় নয়, বরং বাংলা ভাষাভাষী মানুষদের কাছেও অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। কবি জসীম উদ্দীনের সহজ-সরল ভাষায় লিখিত এ কাব্যটি সে সময়ের পল্লীজীবনের চিত্র তুলে ধরেছে, যা বর্তমান সময়েও প্রাসঙ্গিক। এর চিত্রায়ণ, উপমা এবং কবিতার ছন্দ পাঠকদের মন ছুঁয়ে যায়।

সাহিত্য সমালোচকদের দৃষ্টিতে
নকশী কাঁথার মাঠ সম্পর্কে বিভিন্ন সাহিত্য সমালোচকরা মতামত দিয়েছেন। তাদের মতে, জসীম উদ্দীনের এ কাব্য শুধু একটি প্রেমের আখ্যান নয়, এটি বাংলার পল্লীজীবনের একটি বাস্তব প্রতিচ্ছবি। কবির লেখনশৈলী অত্যন্ত স্বতন্ত্র এবং তিনি গ্রামীণ বাঙালির জীবন ও সংস্কৃতিকে কাব্যের রূপ দিয়েছেন যা আগে কখনো দেখা যায়নি।

নকশী কাঁথার মাঠ পল্লীকবি জসীম উদ্দীনের এক অমর কাব্যকীর্তি। এর প্রতিটি শব্দ, বাক্য এবং ছন্দে ফুটে উঠেছে বাংলার পল্লীজীবনের অপার সৌন্দর্য, প্রেম এবং বেদনার গভীরতা। এটি বাংলা সাহিত্যের এক অসাধারণ রচনা যা যুগ যুগ ধরে পাঠকদের মনে দাগ কেটে রয়েছে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়