Apan Desh | আপন দেশ

মার্ক টোয়েনের রসিকতা ও নাপিত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ৬ জুলাই ২০২৪

মার্ক টোয়েনের রসিকতা ও নাপিত

ছবি: প্রতীকি ছবি

বিখ্যাত মার্কিন লেখক মার্ক টোয়েন। তার লেখা ‘অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ কিংবা ‘দ্য অ্যাডভেঞ্জার অব টম সয়্যার’ দুনিয়া কাঁপানো উপন্যাস। রম্য উপন্যাসেও তার জুড়ি মেলা ভার। বাস্তব জীবনেও টোয়েন অত্যন্ত রসিক মানুষ ছিলেন। সুযোগ পেলেও রসিকতা করতে ছাড়তেন না তিনি কখনো।

মার্ক টোয়েন লেখক হিসেবে যেমন জনপ্রিয় ছিল, বক্তা হিসেবেও তার পরিচিতি ছিল ব্যপক। 

একদিন এক শহরে তার ডাক পড়ল বক্তৃতার জন্য। বক্তৃতার তখনো কয়েকঘণ্টা বাকি। টোয়েনের মনে হলো তার শেভ করা দরকার। খোঁচা খোঁচা দাঁড়িগুলো বিরক্তি উৎপাদন করছে। তাই তিনি সেলুনে ঢুকলেন।

শেভিংয়ের ফাঁকে ফাঁকে নাপিতের সঙ্গে হালকা কথাবার্তা হচ্ছিল টোয়েনের।

একসময় নাপিতকে তিনি জানালেন, আপনাদের শহরে এবারই প্রথম বেড়াতে এলাম।

নাপিত উৎসাহের সঙ্গে বললেন, ভালো সময়ে এসেছেন। আজ রাতে এখানে মার্ক টোয়েন বক্তৃতা করবেন। আপনি সেখানে যাচ্ছেন তো?

হুম... আশা করছি যাব, জবাবে বললেন টোয়েন।

টিকিট কেটেছেন? নাপিত জানতে চাইলেন।

না তো! কিছুটা বিস্ময়ের সুরে বললেন টোয়েন।

হতাশ কণ্ঠে নাপিত বললেন, মনে হয় আর টিকিট পাবেন না। পেলেও আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে।

নাপিতের কথা শুনে টোয়েনের মুখভঙ্গিতে দুঃখের ভাব প্রকাশ পেল। হতাশ কণ্ঠে টোয়েন বললেন, আমার ভাগ্যটাই আসলে খারাপ। ভদ্রলোক যতবার বক্তৃতা দেন, ততবারই আমাকে সব সময় দাঁড়িয়ে থাকতে হয়!

আপন দেশ/এইউ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়