Apan Desh | আপন দেশ

আওয়ামী লীগের প্রতি নির্মলেন্দু গুণের আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯, ১৮ মে ২০২৪

আপডেট: ১১:৪১, ১৮ মে ২০২৪

আওয়ামী লীগের প্রতি নির্মলেন্দু গুণের আক্ষেপ

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ থেকে কোনো উপাধি না পাওয়ায় আক্ষেপ করেছেন কবি নির্মলেন্দু গুণ। তিনি বলেন, একটি সাহিত্য পত্রিকা আমাকে ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব দেয়। আমি অত্যন্ত গৌরবান্বিত বোধ করছি। আমার মনে হয়েছে, খেতাবটি আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া উচিত ছিল।

শুক্রবার (১৭ মে) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আক্ষেপের কথা জানান কবি নির্মলেন্দু গুণ।

১৭ মের বাইরে শেখ হাসিনার জীবনে আরেকটি স্বদেশ প্রত্যাবর্তন রয়েছে বলে জানান নির্মলেন্দু গুণ। ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের যুক্তরাষ্ট্র সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেত্রীকে কারাগারে পাঠানো হয়েছিল। তখন আমি প্রায়ই কারাগারে ফুল নিয়ে যেতাম নেত্রীকে দেয়ার জন্য।’

আরও পড়ুন <> ডাক্তার না হয়ে তিনি হলেন কবি

নির্মলেন্দু গুণ বলেন, ‘তিনি (শেখ হাসিনা) আমেরিকায় যাবেন কি যাবেন না, এ নিয়ে দ্বিধার মধ্যে ছিলেন। তখন আমি আমার প্রিয় বন্ধু ও নেত্রী হিসেবে একটি পরামর্শ দিয়েছিলাম, বলেছিলাম আপনি যান। আপনি (প্রধানমন্ত্রী) যদি সামরিক শাসকদের উপেক্ষা করে আমেরিকায় যান, তাহলে দুটো কাজ হবে। এক হবে আপনি সামরিক বাহিনীর নির্দেশ অমান্য করেছেন, তাদের নির্দেশ অমান্য করার সাহস আপনার আছে, আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনার সঙ্গে খালেদা জিয়াকে মেলানো সম্ভব নয়।’

ওই সময় শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে কবি নির্মলেন্দু গুণ আরও বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) এক ঢিলে দুটো পাখি শিকার করবেন। কিন্তু খালেদা জিয়া সামরিক শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে কখনো বিদেশ যাওয়ার সাহস পাবেন না। তিনি গিয়েছিলেন আমেরিকায়। তার আসা বিলম্বিত করার জন্য সামরিক বাহিনী অনেক চেষ্টা করেছিল। ব্রিটিশ এয়ারওয়েজ তাকে টিকিট দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে আনতে অস্বীকার করে। তখন শেখ হাসিনা ইত্তেহাদ বিমানে করে ফিরে এসেছিলেন বীরের বেশে। বিমানবন্দরে লাখো মানুষ তাকে সংবর্ধনা জানিয়েছিল। এটিও তার প্রত্যাবর্তন দিবস।’

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়