Apan Desh | আপন দেশ

ঠোঁটের কালচে দাগ দূর করার উপায়

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ঠোঁটের কালচে দাগ দূর করার উপায়

ছবি: সংগৃহীত

ঠোঁট আর্দ্রতা হারালে কালচে দাগছোপ দেখা দিতে পারে। যা গাঢ় রঙের লিপস্টিক পরেও আড়াল করা যায় না। অতিরিক্ত রোদ, ধূমপান ও কফির প্রতি আসক্তির মতো কারণেও ঠোঁট কালো হতে পারে। তাই ঠোঁটের নিয়মিত যত্ন নেয়া অত্যন্ত জরুরি।

ঠোঁটের ত্বক ভালো রাখতে কাঠবাদামের তেল বা শসার রস ব্যবহার করা যেতে পারে। এছাড়া গোলাপজলও দাগছোপ দূর করতে সাহায্য করে। তুলোতে গোলাপজল ভিজিয়ে ঠোঁটের চারপাশে লাগালে ঠোঁটে গোলাপি আভা দেখা দেয়।

ঠোঁটের মেকআপের আগে লিপ স্ক্রাব ও নরম ব্রাশ দিয়ে ঠোঁটের মৃত কোষ তুলে ফেলতে হবে। এরপর কনসিলার ব্যবহার করে দাগছোপ ঢেকে লিপস্টিক পরলে ঠোঁটের আসল রং ফুটে উঠবে। ন্যুড মেকআপ চাইলে লিপস্টিক লাগানোর আগে লিপ বাম ও কনসিলার ব্যবহার করা উচিত। এতে ঠোঁটের কালচে ভাব লুকানো যায়।

এছাড়া পর্যাপ্ত পানি পানের মাধ্যমে আর্দ্র থাকা। লিপ বাম বা ক্রিম ব্যবহারের মাধ্যমে ঠোঁট আর্দ্র রাখা। আলতোভাবে এক্সফলিয়েট মৃত কোষ দূর করে যা ধীরে ধীরে দাগ কমাতে সহায়তা করে। নিয়াসিনামাইড, ভিটামিন সি, কজিক অ্যাসিড বা লিকোরিস নির্যাস ত্বকের কালচে দাগ দূর করতে সহায়তা করে।

আপন দেশ/অর্পিতা 

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়