Apan Desh | আপন দেশ

খুশকিতে কপালে-মুখে ব্রণ হচ্ছে?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৪

খুশকিতে কপালে-মুখে ব্রণ হচ্ছে?

ফাইল ছবি

মাথায় খুশকি থাকলে তা থেকে কপালে, পিঠে, মুখে ছড়িয়ে পড়ে। খুশকি থেকে কপালে, মুখের বিভিন্ন অংশে ব্রণ হয়। এটি নারী-পুরুষ উভয়েরই সমস্যা। বয়ঃসন্ধিজনিত কিংবা শারীরিক কারণেও ব্রণ হয়। তবে কপালে বা পিঠে খুশকিজনিত ব্রণ কিন্তু সাধারণ ব্রণের চেয়ে আলাদা। তাই এ ধরনের সমস্যায় চিকিৎসকের পরামর্শ মেনে শ্যাম্পু ব্যবহার করতে হয়। এতে ধীরে ধীরে ব্রণ উবে যায়। 

চিকিৎসকেরা বলছেন, ব্রণের মতো দেখতে কিন্তু একে ব্রণ বললেও ভুল হয়। বরং এ ধরনের সমস্যাকে ছত্রাকঘটিত রোগ বলা চলে। সাধারণত চুলের ফলিকল বা মাথার ত্বক থেকে এ ধরনের সংক্রমণ শুরু হয়। অনেকে একে ‘ব্যাক্টেরিয়াল অ্যাকনে’ বলেও ভুল করেন। 

খুশকি তাড়ানোর শ্যাম্পুর মধ্যে ‘সোডিয়াম বেনজয়েট’ বা ‘কিটোকোনাজল’-এর মতো নানা রকম রাসায়নিক থাকে। মাথার ত্বক থেকে খুশকি তাড়াতে এ ধরনের শ্যাম্পু বেশ কাজের। মাথার ত্বকের খুশকি থেকে কপালে, পিঠে ব্রণ হলে সে ক্ষেত্রেও এটি কার্যকরী। কিন্তু যাঁদের ত্বক অতিরিক্ত স্পর্শকাতর, তাঁদের ত্বকে এ ধরনের প্রসাধনী ব্যবহার করা ঠিক নয়। সবার ত্বকের জন্য তা উপযুক্ত নয়। 

আপন দেশ/কেএইচ

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়