Apan Desh | আপন দেশ

ছুরিতে ধার কমেছে? ৫ মিনিটে সমাধান

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ১ জুলাই ২০২৪

আপডেট: ১৩:৫৮, ১ জুলাই ২০২৪

ছুরিতে ধার কমেছে? ৫ মিনিটে সমাধান

ছবি : সংগৃহীত

সবজি কাটতে গিয়ে যদি দেখেন ছুরিতে ধার কমে গিয়েছে তখন আরও বেশি বিরক্তি আসে। পাঁচ মিনিটের কাজটা করতেই ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায়। তবে বুদ্ধি জানলেই উপায় হয়। বাড়িতেই ছুরি ধারালো করতে পারেন। কীভাবে করবেন মুশকিল আসান, সেটাই দেখা যাক।

রান্না করতে অনেকেই ভালোবাসেন। তবে রান্নার জোগাড় করার কাজ অনেকের কাছেই ঝক্কির মনে হয়। মশলা বাটা, সবজি কাটা, সবজি ধোয়া- সবমিলিয়ে যেন মহাযজ্ঞ। তার উপর যদি সবজি কাটতে গিয়ে যদি দেখেন ছুরিতে ধার কমে গিয়েছে তখন আরও বেশি বিরক্তি আসে। পাঁচ মিনিটের কাজটা করতেই ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায়। তবে ফন্দি জানলেই উপায় হয়। বাড়িতেই ছুরি ধারালো করতে পারেন। কী ভাবে করবেন মুশকিল আসান?

১) কফি মগ কমবেশি সবার বাড়িতেই থাকে। একটা চিনা মাটির কফি মগ নিয়ে উল্টো করে রেখে দিন। এ বার কফি মগের উল্টো দিকে যে গোল রিঙের মতো সাদা অংশটি থাকে, সে অংশে ছুরির মুখটা বার বার ঘষে নিন। এ কাজটি করার আগে ছুরিটি হালকা করে গরম করে নেবেন। মিনিট পাঁচেক ঘষলেই ধার ফিরবে ছুরিতে।

২) খবরের কাগজের সাহায্যেও ছুরিতে ধার ফেরানো যায়। খবরের কাগজ মোটা করে ভাঁজ করে নিন। এ বার সে খবরের কাগজের উপর ছুরিটি ভাল ভাবে ঘষতে থাকুন। খবরের কাগজের কালিতে থাকা কার্বন ছুরিতে ধার ফিরিয়ে আনে।

প্রায়ই ছুরির ধার চলে যায়? এই সমস্যা থেকে রেহাই পেতে ছুরি ব্যবহার করার পর ভাল করে ধুয়ে মুছে শুকনো জায়াগায় রাখার অভ্যাস করুন। ছুরি কাপড়ে মুড়ে রাখতে পারলে খুব ভাল হয়। কোনও ধাতব পাত্রের উপরে রেখে ছুরি ব্যবহার করবেন না। কাঠের কিংবা প্লাস্টিকের বোর্ডের উপরে রেখে শাকসবজি কাটুন। এ সব পন্থা মেনে চললে দীর্ঘ দিন ছুরির ধার ভাল থাকবে।

আপন দেশ/এইউ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়