Apan Desh | আপন দেশ

বৃষ্টিতে চামড়ার জুতা ভিজলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ২৬ জুন ২০২৪

বৃষ্টিতে চামড়ার জুতা ভিজলে যা করবেন

ছবি: সংগৃহীত

বৃষ্টির মধ্যেও অনেককে চামড়ার জুতা পরেই বেরোতে হয়। রাস্তায় জমে থাকা পানিতে বেহাল হতে হবে জুতার হাল। এদিকে জুতা তুলে রাখাও তো আরেক ঝামেলা! তাহলে কী করণীয়? বৃষ্টি থেকে চামড়ার জুতা আগলে রাখবেন কীভাবে? রইল কিছু উপায়।

বর্ষার সময় নিয়মিত জুতা পালিশ করানো উচিত। তাতে কাদা, ছত্রাক ইত্যাদি উঠে যায়। এছাড়া পালিশ থাকলে অনেক সময় জুতার উপর পানি জমে থাকে না। তাই এ ঋতুতে নিয়মিত জুতা পালিশ মাস্ট।

সাধারণ ‘শ্যু কন্ডিশনার’ দিয়ে পালিশের থেকে একটু আলাদা ‘শ্যু ওয়াক্সিং’। জুতা যদি দামি হয় তবে বর্ষার শুরুতেই এটা করিয়ে নেয়া ভালো। এর ফলে জুতার চামড়া একদম সুরক্ষিত থাকবে।

একটু খোঁজ করলেই জুতার দোকানে মিলবে ওয়াটারপ্রুফ স্প্রে। এ জিনিস নিজের সঙ্গেই রাখতে পারেন। তবে স্প্রে প্রয়োগে জুতার রং বদলানোর সম্ভাবনা থাকে!

ভেজা জুতা শুকোতে তাপ দেবেন না। তাতে চামড়া শুকাবে ঠিকই, কিন্তু এবড়ো-থেবড়ো আকার ধারণ করবে। ফলে জুতাটাই নষ্ট হবে। বাড়তি জল ঝরিয়ে ফেলার পর জুতা শুকোতে কাগজ বা কাপড় ব্যবহার করুন। তাতে চামড়ার ভেতরের পানি শুষে নেবে।

বর্ষায় জুতা ভিজলে বাজে গন্ধ হতে পারে। তাই এক্ষেত্রে ভিনিগার ব্যবহার করতে পারেন। একটা ছোট্ট কাপড় ভিনিগারে ভিজিয়ে জুতার ভেতরটা ভালো করে মুছে নিন। এতে দুর্গন্ধ দূর হবে।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়