Apan Desh | আপন দেশ

৩ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:১২, ১৭ সেপ্টেম্বর ২০২৪

৩ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন 

ফাইল ছবি

শিক্ষার্থী ইমরান হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের একটি দল রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে। 

ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ছালেহ উদ্দিন বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী গুলিতে ইমরান হাসান মারা যান।

এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়