Apan Desh | আপন দেশ

বিএনপি নেতা ইশরাকের রিমান্ড আবেদন নাকচ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ৮ জুলাই ২০২৪

আপডেট: ১৯:৩৪, ৮ জুলাই ২০২৪

বিএনপি নেতা ইশরাকের রিমান্ড আবেদন নাকচ

ছবি: সংগৃহীত

পল্টন থানার মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে। সোমবার দুপুর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে তাকে আদালতে আনা হয়।

ইশরাক হোসেনের আইনজীবী জানান, পল্টন থানায় করা একটি মামলার রিমান্ড শুনানির জন্য সোমবার (৮ জুলাই) তাকে আদালতে হাজির করা হয়েছে। দুপুরে ইশরাককে রাষ্ট্রপক্ষ রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত তা বাতিল করে আগামী ২৩ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

১৯ মে উচ্চ আদালতের ছয় সপ্তাহের আগাম জামিন শেষে ঢাকা মহানগর ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন ইশরাক। তখন তার জামিন আবেদন বাতিল করে জেলে পাঠিয়ে দেন আদালত। একই সাথে রাজধানীর বিভিন্ন থানায় করা আরও ১২টি মামলায় জামিন না মঞ্জুর করে আদালত।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নামে ১৩টি মামলা হয়।


আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়