Apan Desh | আপন দেশ

মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে: চেম্বার আদালত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ৯ জুন ২০২৪

আপডেট: ২০:২৭, ৯ জুন ২০২৪

মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে: চেম্বার আদালত

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় স্থগিত করেনি চেম্বার আদালত। অর্থাৎ হাইকোর্টের রায় আপাতত বহাল থাকবে। একইসঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৯ জুন) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে দুপুরে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছিল।

আরও পড়ুন>> মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

গত ৫ জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০১৮ সালের ৪ অক্টোবর এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। 

পরিপত্রে বলা হয়, নবম গ্রেড (আগের প্রথম শ্রেণি) এবং ১০ম থেকে ১৩ তম গ্রেডের (আগের দ্বিতীয় শ্রেণি) পদে নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। নবম গ্রেড (প্রথম শ্রেণি) এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের (দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করা হলো।

পরে পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর রিটের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৭ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিলের পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়