Apan Desh | আপন দেশ

পাকিস্তানে পিটিআই’র সমাবেশে গুলির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১০, ৫ অক্টোবর ২০২৪

পাকিস্তানে পিটিআই’র সমাবেশে গুলির নির্দেশ

ছবি সংগৃহীত

পাকিস্তানের লাহোরে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সমাবেশে কর্মী-সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ‘আইনশৃঙ্খলা বজায়’ রাখতে গুলি করারও নির্দেশ দিয়েছে সরকার।

শনিবার (৫ অক্টোবর) ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ করছে পিটিআই। পাকিস্তানের মুদ্রাস্ফীতি কমানো, বিচার বিভাগের স্বাধীনতা এবং ইমরান খানের মুক্তির দাবিতে তারা সমাবেশ করছে।

বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে পিটিআই কর্মী সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এমন পরিস্থিতিতে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ প্রদেশে ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য পাকিস্তানে সেনা মোতায়েনের আদেশ জারি করেছেন।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়