Apan Desh | আপন দেশ

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৯:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৪

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশি

ফাইল ছবি

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির (আপ) নেত্রী অতিশি মারলেনা। 

শনিবার (২১ সেপ্টেম্বর) দিল্লির রাজভবনে তিনি শপথ নিয়েছেন। 

শপথ গ্রহণের পর অতিশি হলেন দিল্লির সর্বকনিষ্ঠ নারী মুখ্যমন্ত্রী। দিল্লির কুর্সিতে তিনি তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। তার আগে বিজেপির সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শীলা দীক্ষিত দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

গত মঙ্গলবার দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তার আগেই নিজের উত্তরসূরি বেছে নেন তিনি। অতিশিকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে যান কেজরিওয়াল। উপরাজ্যপালের কাছে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন অতিশি।

শনিবার শপথ নেয়া অতিশির মন্ত্রিসভার সদস্যরা হলেন- মুকেশ আহলাওয়াত গোপাল রাই, ইমরান হুসেন, কৈলাশ গাহলট এবং সৌরভ ভরদ্বাজ। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়