Apan Desh | আপন দেশ

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৪

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে নিহত ২০

ছবি সংগৃহীত

লেবাননজুড়ে ওয়াকিটকি বিস্ফোরণে ঘটনায় অন্তত ২০ জন নিহত। আহত হয়েছেন আরও ৪৫০ জনেরও বেশি মানুষ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ।

সংবাদ মাধ্যমটি জানায়, লেবাননের কয়েকটি স্থানে কয়েক হাজার ওয়াকিটকি একযোগে বিস্ফোরণ ঘটে। এতে দুই শিশুসহ ১২ জন নিহত হয়। আহত হয় প্রায় তিন হাজার। পরে বুধবার আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। সবমিলিয়ে মোট নিহত হন অন্তত ২০ জন।

বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। কিন্তু এখন পর্যন্ত লেবাননের বিস্ফোরণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

এদিকে টেলিযোগাযোগের একের পর এক যন্ত্র বিস্ফোরণের ঘটনায় লেবাননে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটিতে এখন মোবাইল ফোন ব্যবহার করতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়