Apan Desh | আপন দেশ

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান কমলা হ্যারিসের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২৪

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান কমলা হ্যারিসের

ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। যুদ্ধ শেষে ফিলিস্তিনি এ উপত্যকায় ইসরায়েলি দখলদারী উচিত হবে না বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এনএবিজে সঙ্গে আলোচনায় এসব কথা বলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। সেখানে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনি মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান।

কমলা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংকট নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথাও বলেন। তিনি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কথা বলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৪১,২৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৯৫,৪৯৭ জন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়