Apan Desh | আপন দেশ

জার্মানি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে: শুলজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ২০ আগস্ট ২০২৪

আপডেট: ১৫:১০, ২০ আগস্ট ২০২৪

জার্মানি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে: শুলজ

ফাইল ছবি

জার্মানি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনড় অবস্থানে রয়েছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ব্যতীত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয়। একথা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ।

সোমবার (১৯ আগস্ট) জার্মানির উত্তরাঞ্চলীয় শহর ব্রেমেনের টাউন হলে আয়োজিত জনসভায় একথা বলেন তিনি।

শুলজ বলেন, আমরা আগেও বহুবার বলেছি, আবারও বলছি— অস্থিতিশীলতা মধ্যপ্রাচ্যের বেরিয়ে আসার একমাত্র উপায় দ্বিরাষ্ট্র সমাধান। শান্তিপূর্ণভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা। ইসরায়েলের পাশাপাশি সে রাষ্ট্রকে চলতে দেয়ার মধ্যেই মুক্তির উপায় নিহিত। একটি জাতি (ফিলিস্তিনি) যদি স্বাধীনতার আশা হারিয়ে ফেলে, তাহলে গোটা মধ্যপ্রাচ্য বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে।

মধ্যপ্রাচ্য ইস্যুতে এটাই ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং জার্মানির অবস্থান। যে যত সমালোচনাই করুক, আমরা এ অবস্থানে অনড় থাকব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়