Apan Desh | আপন দেশ

ইসরায়েলে রকেট হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ২৮ জুলাই ২০২৪

ইসরায়েলে রকেট হামলায় নিহত ১২

ছবি : সংগৃহীত

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে এক রকেট হামলায় কমপক্ষে ১২ তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) এ হামলা চালানো হয়। মাজদাল শামস নামের গ্রামের ফুটবল মাঠের এ হামলায় আরও ২৯ জন আহত হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ এ হামলার জন্য লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠিকে দায়ী করেছে । এর জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে বলে হুমকী দিয়েছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ এ হামলার দায় অস্বীকার করেছে।

কঠোর হুঁশিয়ারি দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহকে ওই হামলার জন্য চড়া মূল্য দিতে হবে। 

ইসরায়েলের দাবি শনিবার লেবানন থেকে গোলান মালভূমির একটি ফুটবল মাঠে হামলা চালিয়েছে হিজবুল্লাহার যোদ্ধারা। হামলায় নিহতদের বয়স ১০ থেকে ২০ বছর। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। 

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়