Apan Desh | আপন দেশ

প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতল চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬, ২৭ জুলাই ২০২৪

প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতল চীন

ছবি: সংগৃহীত

শতবছর পর আয়োজিত প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণ উঠল চীনের হাতে। শনিবার (২৭ জুলাই) ১০ মিটার এয়ার রাইফেলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে দেশটি।

শাতুহু শুটিং সেন্টার রেঞ্জে ১৬-১২ পয়েন্ট ব্যবধানে জিতে দক্ষিণ কোরিয়াকে হারায় চীনের জুটি লিহাও শেং-টিং উ হুয়াং জুটি। রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হলো দক্ষিণ কোরিয়ার কিউম জিইউন-পার্ক হাইউন জুটিকে।

অবশ্য চীন ও দক্ষিণ কোরিয়ার আগেই প্রথম পদক জয়ের তালিকায় নাম লেখায় কাজাখস্তান। স্বর্ণপদক জয়ের আগে জার্মানি ও কাজাখস্তানের মধ্যে হয় একই ইভেন্টের ব্রোঞ্জের লড়াই। সেখানে ১৭-৫ ব্যবধানে সহজেই জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় কাজাখস্তান, যা এবারের আসরের প্রথম পদক জয়।

তাছাড়া ১৯৯৬ সালের পর অলিম্পঙ্কে এ প্রথম শুটিং থেকে পদক পেল মধ্য এশিয়ার দেশটি। উল্লেখ্য, এবারের গ্রীষ্মকালীন অলিম্পিকের পর্দা নামবে আগামী ১১ আগষ্ট।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়