Apan Desh | আপন দেশ

সৌদি আরবে হামলার হুমকি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৮, ১০ জুলাই ২০২৪

আপডেট: ২১:০৭, ১০ জুলাই ২০২৪

সৌদি আরবে হামলার হুমকি হুতিদের

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গোষ্ঠীটি সৌদি আরবের বিমানবন্দরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে। গোষ্ঠীটি সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে। মঙ্গলবার (৯ জুলাই) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় ইসরায়েলের হামলার পর থেকে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে হুতিরা। এরপর লোহিত সাগরের একের পর এক জাহাজে হামলা শুরু করে। এ বিদ্রোহী গোষ্ঠীকে থামাতে পশ্চিমারা দেশটিতে হামলা চালিয়ে আসছে। এরপরও থামানো যায়নি তাদের। তাদের থামাতে সৌদির আরবের ধরনা দিয়েছে বলে দাবি করেছে হুতিরা।

হুতিরা জানিয়েছে, পশ্চিমাদের কথায় সৌদির আরব যোগ দিলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে তারা। এমনকি হুমকির পর বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানের ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তারা।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গত সোমবার হুতিরা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর শিরোনামে বলা হয়েছে, জাস্ট ট্রাই ইট। ভিডিও ফুটেজে তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দরসহ কয়েকটি বিমানবন্দরকে দেখানো হয়েছে। 

গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি বলেন, মার্কিনিরা বার্তা দিয়েছে সৌদি সরকারকে আগ্রাসী পদক্ষেপের দিকে ঠেলে দিবে। এজন্য মার্কিনিরা সৌদি অরব সফর করেছেন। সৌদির উদ্দেশ্যে তিনি বলেন, মার্কিনিরা তোমাদের ফাঁসানোর চেষ্টা করছে। তুমি এটা চাইলে চেষ্টা করে দেখো। যদি নিজেদের ভালো এবং দেশ ও অর্থনীতির স্থিতিশীলতা চাও। তাহলে আমাদের দেশের বিরুদ্ধে তোমাদের ষড়যন্ত্র বন্ধ করো। যেকোনো আক্রমণাত্মক পদক্ষেপ মোকাবেলা করা আমাদের অধিকার।

অন্যদিকে হুতিদের থামাতে লোহিত সাগরে একটি জোট গঠন করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলি মিত্র দেশগুলো। এ জোট দেশটির বিভিন্ন স্থাপনায় হামলাও চালিয়েছে। তবে এতোসবের পরও গোষ্ঠীটিকে দমাতে পারেনি তারা।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়