Apan Desh | আপন দেশ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১২, ১১ জুন ২০২৪

আপডেট: ১০:১৩, ১১ জুন ২০২৪

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাস

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। এ প্রস্তাবের পক্ষে ১৪ ভোট পড়েছে। যেখানে ভোট দেয়া থেকে বিরত ছিল শুধু রাশিয়া। গত ৩১ মে গাজায় যুদ্ধবিরতি এ প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

সোমবার (১০ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড।

আরও পড়ুন>> ফিলিস্তিনের পক্ষ নেয়ায় সনদবঞ্চিত হার্ভার্ড শিক্ষার্থীরা

যদিও এর মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির শর্তগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে সংগঠনটি।

অপরদিকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দেয়া প্রস্তাবই ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন।

যুদ্ধবিরতির এ প্রস্তাব পাস হলেও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে গাজা উপত্যকার অর্ধেক ঘরবাড়ি ও স্থাপনা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়