Apan Desh | আপন দেশ

কুয়েতে বিপুল নকল জমজমের পানির বোতল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ৯ জুন ২০২৪

কুয়েতে বিপুল নকল জমজমের পানির বোতল জব্দ

ছবি: সংগৃহীত

কুয়েতে প্রায় ২৩ হাজার বোতল নকল জমজমের পানি জব্দ করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। ভোক্তাদের নিরাপত্তা ও বাজারে নকল পণ্য প্রতিরোধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ‘হাওয়ালি পরিদর্শন ইউনিট’ নিয়মিতভাবে বাজারের বিভিন্ন দোকান ও গুদামে তল্লাশি চালায়। সম্প্রতি একটি গুদামে নকল জমজম পানির বোতলের মজুদ খোঁজ মেলে। ওই গুদাম থেকে ২০০ মিলিলিটারের প্রায় ২৩ হাজার নকল বোতল জব্দ করা হয়েছে। 

বিশ্বব্যাপী মুসলমানদের কাছে জমজমের পানি অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিশেষ করে হজের মৌসুমে জমজমের পানির চাহিদা বেড়ে যায়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়