Apan Desh | আপন দেশ

ভূমিধসে ভারতজুড়ে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ২৯ মে ২০২৪

ভূমিধসে ভারতজুড়ে নিহত ৩৬

ছবি: তেলেঙ্গানা টুডে

ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলীয় চার রাজ্যে ভূমিধসে অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি বৃষ্টি ও ভূমিধসের কারণে এই বিপর্যয়ের সৃষ্ট হয়েছে। 

বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, কেবল মিজোরামেই ২৭ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ২১ জনই প্রাণ হারিয়েছেন আইজল জেলায় একটি খনি ধসে। এ ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন>> আফগানিস্তান ও পাকিস্তানে বন্যা-ভূমিধসে নিহত ৪৪

এছাড়া পশ্চিমবঙ্গে সাতজন নাগাল্যান্ডে চারজন, আসামে তিনজন এবং মেঘালয়ে দুজনের মৃত্যু হয়েছে। রাজ্যগুলোতে বৃষ্টি, দমকা হাওয়া, ভূমিধস, গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা এবং পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইজলের মেলথুম ও হ্লিমেনের মধ্যবর্তী ওই খনি থেকে এখনও পর্যন্ত ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ধসের পর আরও কয়েকজন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়