Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ২৭ মে ২০২৪

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ১৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। ওকলাহোমা, টেক্সাস ও আরকানসাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে শুধুমাত্র টেক্সাসেই মারা গেছেন ৭ জন। সোমবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

হতাহতের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি অঙ্গরাজ্যের প্রায় ৫ লাখ বাসিন্দা। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো, উপড়ে গেছে গাছপালা। বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, তার অঙ্গরাজ্যের এক তৃতীয়াংশেরও বেশি এলাকা এখন দুর্যোগে ক্ষতিগ্রস্ত। 

টেক্সাসের কুক কাউন্টির শেরিফ রে স্যাপিংটন জানান, সেখানে পাঁচ বছর বয়সী দুই শিশু ও একই পরিবারের তিনজন সদস্যের প্রণহানি হয়েছে। এছাড়া অনেকে আহত হয়েছেন বলে জানান তিনি।

এপ্রিল ও মে মাসে যুক্তরাষ্ট্রে টর্নেডো বেশি আঘাত হানে, বিশেষ করে দেশটির মধ্য-পশ্চিম অঞ্চলে। গত শনিবার টেক্সাস, আরকানসাস এবং ওকলাহোমায় টর্নেডোর সতর্কতা জারি করেছিল জাতীয় আবহাওয়া অধিদফতর।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়