Apan Desh | আপন দেশ

আইসিসিকেই নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ২২ মে ২০২৪

আইসিসিকেই নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে?

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খান এ আবেদন করেন। এদিকে পরোয়ানা জারি হলেই তাদের গ্রেফতারের জন্য প্রস্তুত বলে জানিয়েছে নরওয়ে সরকার। তবে এতে নাখোশ মার্কিন যুক্তরাষ্ট্র।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আইসিসি-র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে রিপাবলিকানদের সঙ্গে একযোগে কাজ করতে আমি রাজি। করিম খানের সিদ্ধান্ত ভুল। ইসরায়েল ও হামাসের তুলনা চলে না। গ্রেফতারি পরোয়ানা জারি হলে, যুদ্ধবিরতি ও পণবন্দিদের মুক্তি নিয়ে উভয় পক্ষের চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়বে।’

এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনও একই কথা জানান।

আরও পড়ুন>> নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিলো নরওয়ে

এরপরই ইসরায়েল মঙ্গলবার (২১ মে) সব সভ্য দেশকে করিম খানের এ সিদ্ধান্তের নিন্দায় সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছে। ইসরায়েল সরকারের মুখপাত্র হেইনরিশ বলেছেন, ‘আমরা সভ্য ও স্বাধীন দেশগুলোর কাছে অনুরোধ করছি, যারা সন্ত্রাসবাদকে ঘৃণা করে, তারা যেন ইসরায়েলের পাশে দাঁড়ায়। আপনাদের উচিত, এ পদক্ষেপের নিন্দা করা।’

মুখপাত্র বলেছেন, ‘আইসিসি যাতে আপনাদের মনোভাব বুঝতে পারে, সেটা নিশ্চিত করুন। প্রসিকিউটারের সিদ্ধান্তের বিরোধিতা করুন। যদি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, আপনারা তা রূপায়ণ করবেন না। কারণ, এটা শুধু আমাদের নেতার বিরুদ্ধাচরণ নয়, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন।’ 

হাইনরিশ গাজায় ইসরায়েলের অভিযানকে সমর্থন করে বলেছেন, ‘হামাসের সন্ত্রাসবাদের মোকাবেলায় এটা জরুরি ছিল’।

হামাসকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইসরায়েল ও অন্য কয়েকটি দেশ। 

জার্মানির চ্যান্সেলর শলৎসের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েল ও হামাসকে তুলনা করার তীব্র নিন্দা করছে জার্মানি। কোনোভাবে এ তুলনা হতে পারে না।

সূত্র: ডয়চে ভেলে

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়